ডুমুরিয়ার বানিয়াখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান ভষ্মিভূত

প্রকাশঃ ২০১৭-১২-২৬ - ১৮:৫৯

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়া খালী বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ১৪টি দোকান ঘর স¤পূর্ন ভষ্মীভূত হয়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষ দর্শী ¯হানীয় বাসিন্দা এস,এম ওবাঈদুল্লাহ জানান, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে বাজারের জনৈক রবিউলে একটি লেপ-তোষক তৈরী ও বিক্রির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে কেউ হয়তো সিগারেট খেয়ে অসাবধানতা বশত শেষ অংশ না নিভিয়ে ফেলার কারনে তার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। তিনি আরো জানান তেপ-তোশকের দোকানের পাশে একটি রিপিয়ারিং সপ ছিল। সেখানে ব্যাটারী, কেরোসিন,মবিল ও ডিজেল ছিল। আগুন লাগার সাথে সাথে ওই দোকান আক্রান্ত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যা ¯হানীয়দের নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়।এই ভাবে একই সারিতে থাকা ১৪ টি দোকানের সব ক’টি ভষ্মিভূত হয়। এতে দোকানের মালামালসহ ঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডের সংবাদ শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশেক হাসান, থানা অফিসার ইনচার্জ মো: হাবিল হোসেন, ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ- সভাপতি প্রফেসর ড, মাহবুব উল ইসলাম ঘটনা স্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্র¯হ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।