ডুমুরিয়ার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ২

প্রকাশঃ ২০২২-০৭-২৪ - ১০:৩৫

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার চাঞ্চল্যকর বিস্ফোরক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার(২২ জুলাই) রাত সাড়ে ১১ টায় ডুমুরিয়ার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হচ্ছে, ডুমুরিয়ার ধামালিয়া এলাকার হরিদাশ(৪০) ও মোঃ রিমু (৪৫)।

জানা যায়, গত ১৫ জুলাই ডুমুরিয়ার ধামালিয়া গ্রামের মোরশেদ সরদারে বাড়ির পাশে একটি খড়ের পালার ভিতরে ব্যাগের মধ্যে থেকে ১৫টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে প্রযুক্তি নির্ভর তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে গত ২১ জুলাই গ্রেপ্তার করা হয় ৷

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, তারা সহ মোট ছয় জন এবং আরো ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির সহযোগীতায় ঘটনাস্থলের লোকজন সহ আশেপাশে মানুষের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে ককটেল সাদৃশ্য বস্তু সেখানে রেখেছিলো।
এই বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত দুই আসামি মোঃ নাজির মোল্লা (৪৫) ও মোঃ হুমায়ুন কবির (৪০) সহ ৪ জন পলাতক আসামি এবং ৩/৪ জন অজ্ঞাতনামা আসামিদের নামে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করে৷

বিষয়টি গণমাধ্যমে প্রচারে পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে৷ এই সংক্রান্তে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ জুলাই) ডুমুরিয়ার রঘুনাথপুর এলাকায় রাত সাড়ে ১১ টার সময় র‌্যাব অভিযান চালিয়ে আসামি কথিত ডাঃ হরিদাস ও রিমু সরদারকে গ্রেপ্তার করে। পরে আসামিদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়।