ডুমুরিয়ার সুব্রত কুমার ফৌজদারের বিরুদ্ধেই আদালতের সমন জারী

প্রকাশঃ ২০১৮-০৩-২২ - ১৮:১৯

আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া (খুলনা) : ‘প্রতিমন্ত্রীর সকালে দেয়া ছাগল রাতে মৃত’ শিরোনামে একটি সংবাদ ফেসবুকে শেয়ার করাকে কেন্দ্র করে গত বছর জুলাই মাসে স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছিলেন কথিত সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার। এর জেরে আটক হয়ে কারাগারে যেতে হয়েছিলো আব্দুল লতিফকে। তখন সারাদেশেই আলোচিত হয়েছিলো ঘটনাটি। কিন্তু গতবছর ০৬ নভেম্বর সুব্রত কুমার ফৌজদারের বিরুদ্ধে একই ধারায় মামলা দায়ের করেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে জয়দেব কুমার মন্ডল। ফেসবুকে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য পোস্ট খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (খ অঞ্চল) মামলাটি দায়ের করেন জয়দেব মন্ডল। মামলার বাদী জয়দেব কুমার মন্ডলের আইনজীবী মতিয়ার রহমান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (খ অঞ্চল) বিচারক নুসরাত জাবিন মামলাটি আমলে নিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) অভিযোগটি তদন্ত করে তদন্তের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। বিজ্ঞ আদালত গত বুধবার আসামী সুব্রত কুমার ফৌজদারের বিরুদ্ধে সমন জারী করেন এবং আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। জয়দেব কুমার মন্ডল এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের মৃত মনোরঞ্জন ফৌজদারের ছেলে সুব্রত কুমার ফৌজদার স্থানীয় গুটুদিয়া মঠ সংলগ্ন সরকারি দিঘী থেকে সম্প্রতি মাছ চুরি করে। সেখানে থাকা সীমানা পিলারও ভেঙ্গে ফেলে সে। এ ঘটনার প্রতিকার দাবি করে তিনিসহ এলাকাকাবাসী ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এতে সুব্রত কুমার ফৌজদার ক্ষিপ্ত হয়ে তাকে শায়েস্তা করার হুমকি দেয় এক পর্যায়ে সে তার ফেসবুক আইডি ও ডুমুরিয়া নিউজ নামে একটি ফেসবুক পেজে জয়দেব কুমার সম্পর্কে কুরূচিপূর্ণ ও মানহানিকর পোস্ট আপলোড করে। এমনকি তার স¤পর্কে আরও তথ্য দেওয়া হবে বলেও ফেসবুক পেজে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয়। উল্লেখ্য গত বছর ২৯ জুলাই খুলনা-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এলাকায় দরিদ্রদের মাঝে সরকারি সাহায্যের ছাগল বিতরণ করেন। এর মধ্যে একটি ছাগলের মৃত্যু হলে স্থানীয় পত্র পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। যার একটি শিরোনাম ছিল ‘প্রতিমন্ত্রীর সকালে দেয়া ছাগল রাতে মৃত’। এ সংবাদটি স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল তার নিজস্ব ফেসবুকে শেয়ার করেন। এর জের ধরে গত বছর ৩১ জুলাই রাতে অতি উৎসাহী সুব্রত কুমার ফৌজদার বাদী হয়ে প্রতিমন্ত্রীর মানহানি হয়েছে মর্মে আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে ৫৭ ধারায় ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। পরে আব্দুল লতিফ মোড়লকে পুলিশ আটক করলেও জামিনে মুক্ত হন তিনি।