ডুমুরিয়ার ৭৭৪জন জেলে পাচ্ছেন মানবিক সহায়তা

প্রকাশঃ ২০২১-০৬-০৮ - ১৬:৫৪

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সমুদ্র জলসীমায় মৎস্য শিকারে যাওয়া ডুমুরিয়া উপজেলার ৭৭৪ জন জেলে পাচ্ছেন মানবিক সহায়তা। মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় বিশেষ বরাদ্দ হিসেবে তারা প্রত্যেকে পাচ্ছেন ৫৬ কেজি ভিজিএফের চাল। ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের বিশেষ ব্যবস্থাপনায় এ প্রথা চালু হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মতে, বছরের (২০মে হতে ২৩জুলাই) ৬৫দিন দেশের সমুদ্র জলসীমায় সকল প্রকার মাছ শিকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ফলে এই সময়টা মৎস্য আহরণের সাথে সংশ্লিষ্ট জেলেরা এক প্রকার বেকারত্ব জীবন-যাপন করেন। তাই তাদের সাহায্যর্থে বর্তমান সরকার বিশেষ সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ কর্মসুচী গ্রহন করেন। কিন্তু এ সহায়তা দেশের অন্যান্য এলাকায় প্রচলন থাকলেও ডুমুরিয়া উপজেলার জেলেরা ছিল বঞ্চিত। উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় এবারই প্রথম এ কর্মসুচী চালু হতে যাচ্ছে। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক বলেন, সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণে যাওয়া জেলেদের সহায়তা হিসেবে চাল পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ডুমুরিয়ায় এই সুযোগটা ছিল না। অফিসিয়ালি ভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে বরাদ্দটা পেয়েছি। ফলে এবার থেকে এই উপজেলায় সমুদ্রগামী জেলেরা এ সুযোগটা পাচ্ছেন। সেক্ষেত্রে প্রাথমিক ভাবে আমরা যাচাই-বাছাই করে মোট ৭৭৪ জনকে সনাক্ত করেছি। তারমধ্যে খর্ণিয়া ইউনিয়নে আছেন ৪২জন, আটলিয়ায় আছেন ১৬৬জন, শোভনায় আছেন ৬১জন, শরাফপুরে আছেন ২৭০জন, সাহসে আছেন ১০৪জন, ভান্ডারপাড়ায় ১১জন, ডুমুরিয়া সদরের ৮১জন ও মাগুরখালীতে আছেন ৩৯জন। নির্ধারিতরা তাদের চেয়ারম্যানের মাধ্যমে স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে এ চাল গ্রহন করবেন।