ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক অসহায় শিশুর সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উত্তর গোবিন্দকাঠি গ্রামের মৃত নির্মল বসাকের ছেলে ক্ষতিগ্রস্ত কিংকর বসাক।
লিখিত বক্তব্যে তিনি বলেন,মাত্র সাত মাস বয়সে পিতৃহারা হয়ে বিধবা মায়ের সাথে অতি কষ্টে দিনাতিপাত করতে থাকি। এমন সময় একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু রবীন্দ্রনাথ মল্লিক ওরফে সরকার তাদের অসহায়ত্বের সুযোগ কে কাজে লাগিয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত কুলবাড়ীয়া-বরাতিয়া মৌজায় ৩৩ শতাংশ জমি মেঝ কাকা বিমল বসাককে তার অভিভাবক বানিয়ে চাপের মুখে ওই জমি না দাবি রেজিষ্ট্রি করে নেয়। সেই থেকে অবৈধ ওই দলিল ও গায়ের জোর খাটিয়ে জবর দখল করে আসছে।
কাকা ভাইপোর জমি লিখে দিতে পারে না, এমনটি জানার পর চলতি জরিপে সেটেলমেন্ট অফিসের দ্বারস্থ হয় পরিবারটি। বিষয়টি জানার পর প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিক ওরফে সরকার তৎকালীন সন্ত্রাসী সম্রাট মৃনাল বাহিনীর সহায়তায় জমি তো দূরের কথা তাদের গ্রাম ছাড়া করতে বাধ্য করে। এরপর ভাসমান শেওলার মত বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয়ের এক পর্যায়ে আদালতের দ্বারস্থ হয় তারা। বিষয়টি জানার পর রবীন্দ্রনাথ মল্লিকের সাথে সুকুমার মল্লিক ও নিমাই মল্লিক যোগ দিয়ে মামলা তুলে নিতে হবে মর্মে হুমকি ধামকি দিতে থাকে। এ ঘটনায় ১মার্চ ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়, যার নং-৪৩।
তিনি আরও বলেন, ন্যায্য অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হওয়াটাই কি তার অপরাধ ? আর এটিই তাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এমনটি উল্লেখ করে ভূমিদস্যুর মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পেতে যথার্থ মহলের সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিধবা মাতা চমৎকার বসাক, প্রতিবেশী উমাপদ বসাক, সাবেক ইউপি সদস্য রাজু আহমেদ ও শিক্ষক পবিত্র মল্লিক।