ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে পাউবোর সীমানা প্রাচীর নির্মাণ

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:৪৩

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া সদরে আদালতের আদেশ উপেক্ষা করে প্রাচীর নির্মাণ করছেন পানি উন্নয়ন বোর্ড বলে অভিযোগ পাওয়া গেছে। ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু এমন অভিযোগ করেন।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা নয়, আদালতের আদেশ অমান্য করছেন গাজী হুমায়ূন কবির বুলু। চেয়ারম্যান অভিযোগ করে বলেন ডুমুরিয়া বাজারে ক্রয় সূত্রে তিনি এক খন্ড জমির মালিক হন। সিএস, এসএ মালিকের নিকট থেকে ক্রয়কৃত জমিটি বর্তমান জরিপে তিনি আরএস রেকর্ডীয় ও দখলীয় মালিক বলে দাবি করেন। তিনি আরও বলেন দুই যুগেরও বেশি সময় তার ওই দখলীয় জমিতে পাকা ইমারত নির্মাণসহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ওই জমি তাদের দাবি করে উচ্ছেদ অভিযান চালান। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রায় এক হাজার লোক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ে। উপায়ন্ত না পেয়ে জেলা জজ আদালতে দ্বারস্ত হন তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এরপরও রোববার সকালে পানি উন্নয়ন বোর্ড ওই আদেশ উপেক্ষা করে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে যা আদালত অবমাননা। অপরদিকে আদালত অবমাননা করা হয়নি, বরং মামলার বাদী নিজেই আদালত অবমাননা করে আমাদের উদ্ধারকৃত সম্পত্তির সিমানা বেড়া ভাঙচুর ও রোপিত বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে ফেলেছে এ ঘটনায় তথ্য উপাত্ত উপস্থাপন করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এমনটি দাবি করে পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-সহকারী শাখা কর্মকর্তা প্রকৌশলী মো: হাসনাতুজ্জামান বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।