ডুমুরিয়ায় ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২০২২-০৭-১৭ - ১৬:৪৬
ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায়  ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে নাসির(৬) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর চাকুন্দিয়া গ্রামে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চাকুন্দিয়া গ্রামের ওয়াহেদ আলী মোল্যার শিশু পুত্র নাসির শনিবার সন্ধ্যায় তাদের বাড়ির উঠানে রাখা তার চাচার ইঞ্জিন ভ্যানের সিটে উঠে পিকআপে চাপ দেয়। এ সময়  ভ্যানটি দ্রুত গতিতে চলতে শুরু করে। ভ্যানটি দ্রুত গতি সম্পন্ন হওয়ায় শিশুটির হাত থেকে হ্যান্ডেল ছাড়িয়ে গেলে
ঘরের পিলারে ধাক্কা লেগে শিশুটির মাথায় প্রচন্ড আঘাত পায় এবং মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে ।
এ সময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে শিশুটি মৃত্যুর কােলে ঢলে পড়ে। শিশুটির আকষ্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।