খুলনা অফিস : জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায়, সংগীয় এএসআই (নিঃ) সুলতান শেখ ও সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন থুকড়া বাজার চৌরাস্তার মোড় সংলগ্ন আবু সুফিয়ানের চাউলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১২ জুলাই রাত সাড়ে ৭টার সময় জেলার- আড়ংঘাটা থানার শলুয়া গ্রামের লুৎফর শেখের ছেলে মোঃ শামীম শেখ (২২) গ্রেফতার করে।
এসময় তার হেফাজত হতে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ)/ গোপাল চন্দ্র রায় বাদী হয়ে শামীমের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।