ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও যন্ত্র বিভাগের গবেষণা প্রকল্পের সহায়তায় অতি সহজে ধান রোপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া ব্লকের ভদ্রদিয়ার বিলে কৃষক সুবীর মল্লিক তার জমিতে আধুনিক যন্ত্র রাইচ পাওয়ার প্লান্টার মেশিনের সাহায্যে এ ধান রোপন করেন।
উপজেলা কৃষি অফিস ও কৃষক সুবীর মল্লিক জানান, উপজেলার ভদ্রদিয়া গ্রামের মৃত গোপাল চন্দ্র মল্লিকের ছেলে সুবীর মল্লিক। কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত তিনি। ছোট বেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজে ছিল তার প্রচন্ড আগ্রহ। এক পর্যায়ে বাবার নিকট থেকে মাত্র দুই বিঘা জমি নিয়েই শুরু করেন চাষাবাদ। বেগুন ফুলকপি ওল চাষ করেই উপার্জন করতে থাকে প্রচুর অর্থ। মাত্র আট বছরের মধ্যে তিনি এখন যথেষ্ট সাবলম্বী। তার দক্ষতা ও ইচ্ছার প্রতি সন্তষ্টি হয়ে এ বছর ডুমুরিয়া উপজেলা কৃষি বিভাগ চলতি বোরা মৌসুমে একটি ধান রোপন প্রদর্শনী কৃষক হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও যন্ত্র বিভাগের গবেশণা প্রকল্পের সহায়তায় চল্লিশ শতাংশ জমিতে রাইচ পাওয়ার প্লান্টার মেশিনের সাহায্যে তিনি ধান রোপন করেন। জানা গেছে, এই মেশিন দ্বারা চল্লিশ শতাংশ জমিতে মাত্র দেড় কেজি ধানের চারা প্রয়োজন হয়েছিল। আর সময় ব্যয় কয়েছে মাত্র ৩৫ মিনিট। খরচ হয় এক লিটার ডিজেল।
উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, সুবীর মল্লিক কৃষিকাজে অত্যন্ত সচেতন আর আন্তরিক। তাই প্রদর্শণী প্লট কৃষক হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন এই মেশিনে ধান রোপন খুব সহজ ও স্বল্প খরচ। ৩৩ শতাংশ জমি রোপন করতে লেবার খরচ হয় পনের’শ টাকারও বেশি। সেক্ষেত্রে এখানে খরচ অতি কম।