ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : চেক ডিজঅনার মামলায় ডুমুরিয়ার শাহ্পুরে পারভেজ গাজী নামে এক বছরের কারাদন্ড প্রাপ্ত ফেরারী আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার যশোর জেলার কেশবপুর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভূক্তভোগী শাহ্পুর বাজারের ব্যবসায়ী গোবিন্দ কুমার সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে উপজেলার শাহ্পুর বাজারের গাজী ষ্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ নুর মোহাম্মদ গাজীর পুত্র আসামী পারভেজ গাজী ২০১৬ সালে ব্যবসায়ী গোবিন্দ কুমার সাহার-এর নিকট থেকে ব্যবসা করার জন্য ৪৩ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে সেই টাকা ফেরৎ দেয়ার জন্য আসামী পারভেজ গোবিন্দ কুমার সাহাকে জনতা ব্যাংক লিঃ, খুলনা কর্পোরেট শাখা-এর অনুকুলে একটি চেক প্রদান করেন। কিন্তু গত ৩১ মার্চ ২০১৬ তারিখ উক্ত চেকের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারনে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে গোবিন্দ কুমার সাহা তার আইনজীবি’র মাধ্যমে আসামী পারভেজ মোল্যাকে টাকা পরিশোধের জন্য গত ২২ মে ২০১৬ তারিখে একটি লিগ্যাল নোটিশ পাঠায় এবং আসামী তা গ্রহণ করে। নোটিশ গ্রহণের পরবর্তী ত্রিশ দিনের মধ্যে উক্ত অর্থ পরিশোধ না করায় গোবিন্দ কুমার সাহা বাদী হয়ে ১১ জুলাই ২০১৬ তারিখে খুলনা বিজ্ঞ মহানগর হাকিম এর আমলী আদালত “ক” অঞ্চল আসামী পারভেজ গাজীর বিরুদ্ধে “এনআই অ্যাক্ট, ১৮৮১”এর ১৩৮ ধারায় একটি মামলা দায়ের করেন। গত ০৯ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে উক্ত মামলাটি চার্জ গঠন করে খুলনা মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য প্রেরিত হয় । বিচারে বাদীর অভিযোগ ও সমস্ত সাক্ষ্য প্রমান বিচার বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত গত ৩০ নভেম্বর ২০১৭ তারিখে বিজ্ঞ আদালত আসামীকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড এবং সেই সাথে চেকে উল্লেখিত ৪৩ লক্ষ টাকা অর্থ দন্ড ধার্য করে রায় প্রদান করেন। আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গত ১২ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে গেফতারী পরোয়ানা জারী করেন। এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো: হাবিল হোসেন জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে ফেরারী আসামী পারভেজ গাজীকে কেশবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।