ডুমুরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১২:১৭

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে স্বাধীনতা চত্বর মাঠে অনুষ্ঠানের সমাপণী ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, টিকেন্দ্রনাথ সানা, অধ্যক্ষ মনিরুল ইসলাম, আব্দুস সালাম মিয়া ও সালমা রহমান। মেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ ডুমুরিয়া মহাবিদ্যালয়, স্কুল পর্যায়ে ডুমুরিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা অধ্যক্ষ মো: মহিবুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষক রেজোয়ান শেখ ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অর্ণিকা সরকার খুশি ও আনতারা ফাইরুজ নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।