ডুমুরিয়ায় দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৪-০৮ - ২০:২০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে চুকনগরস্থ দলিত হাসপাতাল মিলনায়তনে রবিবার দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। লিটারেসি প্রোগ্রাম ফর মার্জিনালাইজড্ কমিউিনিটি’ প্রকল্পের আওতায় তালা ও পাইকগাছা উপজেলার মোট ১২ টি দলিত স্কুলের স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আয়েজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দলিত শিক্ষা কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভায় দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ দলিত স্কুলে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়সমূহ তুলে ধরে। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত স্কুল পরিচালনার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন, সেই সাথে দলিত জনগোষ্ঠীর পরিবেশ উন্নয়নের জন্য শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ দাস, খেসড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এস,এম,লিয়াকত হোসেন। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন দলিত হাসপাতালের ব্যবস্থাপক মিলন কুমার দাস, দলিত আইটি প্রকল্পের কর্মকর্তা গোরাচাঁদ বিশ্বাস, স্পন্সরশীপ অফিসার মিসেস সুজান্না লোপা বাড়ৈ, সিডিও নেপাল চন্দ্র দাশ, সিডিও চিন্তা দাস। সিডিও বিপ্লব মন্ডলের সঞ্চালনায় সমগ্র সভাটি পরিচালিত হয় ।