ডুমুরিয়া : ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে গতকাল বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মোট ২২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সমিতির মোট ১১টি পদের মধ্যে ৯টি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে। বাকী দু’টি পদে মাত্র একজন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে সভাপতি পদে আছেন ৩জন। প্রার্থীরা হলেন মোঃ সেলিম খান, মোঃ ফাররুখ হোসেন খান ও মোঃ শামছুর রহমান মোল্ল্যা। আর সহ-সভাপতি পদে আছেন দু’জন। তারা হলেন মোঃ হারুন আর রশিদ খান ও তাপস চক্রবর্তী। এছাড়া সাধারণ সম্পাদক পদেও আছেন দুইজন। তারা হলেন মোঃ মোজাম্মেল হোসেন খান ও মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা। আর সহ-সাধারণ সম্পাদক পদে আছেন ৩জন প্রার্থী। তারা হলেন মোঃ কামাল হোসেন গোলদার, মোঃ মফিজুল ইসলাম ও মোঃ আবুল হোসেন খান (হোসেন)। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আছেন এস এম আজমল হোসেন বনাম মোঃ বায়েজিদ হালদার। কোষাধ্যক্ষ সম্পাদক পদে প্রশান্ত কুমার জোর্দ্দার মাত্র একটি মনোনয়ন পত্র জমা দেন। দপ্তর সম্পাদক পদে গোপাল চন্দ্র নাথ, মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ নুরুল হক মোড়ল, ক্রীড়া ও ভ্রমণ বিষয়ক সম্পাদক মাত্র একজন মোঃ শামছুর রহমান মোড়ল মনোনয়ন পত্র জমা দেন। আর কার্য নির্বাহী সদস্য ৩টি পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। প্রার্থীরা হলেন এস এম এ কালাম, সুজন রায়, রবীন্দ্রনাথ সরকার, রেজাউল করিম মোড়ল ও নিত্যানন্দ মন্ডল। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ১৬ ফেব্রুয়ারি প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে। আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। নির্বাচন পরিচালনায় প্রধান কমিশনারের দায়িত্বে আছেন মোঃ আশরাফ হোসেন খান এবং তার সহকারীরা হলেন মোঃ রওনাকুল ইসলাম সরদার, রঞ্জন মন্ডল, সুজিত কুমার বর্ধন ও মোঃ আখতার হোসেন শেখ। জানা গেছে, নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ৭০জন।