ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় মানবিক সংগঠন ছন্দা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার জাকারিয়া সুপার মার্কেটে নিজস্ব কার্যলয়ে সংস্থার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, ডুমুরিয়া ব্লার্ড ডোনার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর, সংস্থার সাধারণ সম্পাদক মিরান হোসেন প্রমুখ। এ সময় সভাপতি বলেন, ছন্দা সমাজ কল্যাণমুলক প্রতিষ্টানটি মানবিক ও মানবতার জন্য। আমরা সাধ্যমত গরীব ও অসহায় মানুষের সাহায্য করার চেষ্টা করি। এরই অংশ হিসেবে আজ ১৩জন দুঃস্থ নারীর মাঝে ১৩টি সেলাই মেশিন বিতরণ করা হল। এছাড়াও অসুস্থ্য রোগী, করোনা কালীন সময়ে খাবার সামগ্রী দেওয়া হয়।