ডুমুরিয়ায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ রোধে গোল টেবিল বৈঠক

প্রকাশঃ ২০১৭-১২-২২ - ১৫:৫৯

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ বাল্য বিবাহ রোধ, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এবং আমাদের করনীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসী রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি ছিলেন দ্যা হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, ঢাকা অফিসের মনিটরিং অফিসার কাজী ফাতেমা বর্নালী। আরো বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সত্যজিৎ রায়, পলাশ মন্ডল, শেখ মোশাররফ হোসেন, সঞ্চিতা বিশ্বাস ও সবুজ মন্ডল প্রমুখ। গোল টেবিল বৈঠকে বিকশিন নেটওয়ার্কের নারী নেত্রী জনপ্রতিনিধি সাংবাদিক উপস্থিত ছিলেন।