ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ডাকাত হবিসহ অন্যান্য ঘটনার সাথে জড়িত ৮জনকে আটকের পর আদালতে সোপর্দ করেছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, থানা পুলিশ গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮জনকে আটক করতে সক্ষম হয়। এরমধ্যে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ ৮টি মামলার আসামী হাবিবুর রহমান হবিকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। হবি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং অনেক প্রযুক্তি কাজে লাগিয়ে বুধবার সকালে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটককৃত অন্যান্যরা হল উখড়া গ্রামের মাহাতাপ শেখের ছেলে হাফিজুর রহমান, মিকশিমিল গ্রামের সালাম মোল্যার ছেলে আবু তাহের মোল্যা ও রহিম গাজীর ছেলে বাবুল গাজী, টিপনা গ্রামের বাল্লাক গাজীর ছেলে রুহুল আমিন গাজী, নতুনরাস্তা মোড়ের ইব্রাহীম সরদারের ছেলে সাইদুর রহমান, গুটুদিয়া গ্রামের ইসহাক শেখের ছেলে জামাল শেখ ও মালতিয়া গ্রামের সোনাই সরদারের ছেলে সালাম সরদার। এদের বিরুদ্ধে যৌতুক, পারিবারিক কলহ, মাদক ও মারপিটের ঘটনায় মামলা রয়েছে।