ডুমুরিয়ায় পৃথক ঘটনায় নিহত ২

প্রকাশঃ ২০২১-০৫-২৮ - ১২:৪৮

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় পৃথক ঘটনায় ২জন নিহত ও একজন হাসপাতালে ভর্তি রয়েছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে জুয়ের্লাস ব্যবসায়ী কনক সিং (৩০) আর বিষপানে মারা গেছে গৃহবধু বৃষ্টি রানী মন্ডল (২০) এবং অপর এক মটর সাইকেল আরোহী রমেশ বৈরাগী (৪৫) মুর্মুর্ষ অবস্থা হাসপাতালে ভর্তি আছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা বরাতিয়া গ্রামের নির্মল সিং’র ছেলে জুয়ের্লাস ব্যবসায়ী কনক কুমার সিং সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মটর সাইকেলে বাড়ি ফেরার সময় খুলনা-সাতক্ষীরা সড়কের কাঁঠালতলা বাজারের পূর্বপাশে পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় সে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটির কোন সন্ধান পায়নি পুলিশ। অপরদিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের তালতলা বান্দা গ্রামে বৃষ্টি মন্ডল নামের এক গৃহবধু মারা গেছে। সে বুধবার রাতে পারিবারিক কলহে বিষপান করে। পরে তার স্বজনরা ওই রাতেই তাকে খুমেক হাসপাতালে নিয়ে যায় এবং গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়া অপর এক দুর্ঘটনা ঘটে উপজেলার আরশনগর জামে মসজিদের সামনে। দুপুর দেড়টার দিকে পাইকগাছা-খুলনাগামী বাসের (ঢাকা মেট্রো-জ-০৫০০৬৪) ধাক্কায় মটর সাইকেল আরোহী রমেশ মন্ডল গুরুতর আহত হয়। সে পাইকগাছার রাধানগর গ্রামের মৃত মনোহর মন্ডলের ছেলে। আহত রমেশ মুর্মুর্ষ অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, খুলনা-সাতক্ষীরা সড়কে বাস ও ট্রাকের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহীর মধ্যে একজন মারা গেছে এবং অন্যজনের অবস্থা আশংকা জনক। এর মধ্যে ঘাতকটি পালিয়ে গেছে আর বাসটি আঠারো পুলিশ ক্যাম্পে আছে। এছাড়া বৃষ্টি নামের এক গৃহবধু বিষ পান করায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে।