ডুমুরিয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রে ব্যবসায়ী জখম

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৬:৩৪

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মৎস্য ঘেরের বিরোধকে কেন্দ্র করে খবির শেখ (৬৫) নামের এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গত শুক্রবার রাতে উপজেলার বিলপাটিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত খবির শেখ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে বিলপাটিয়ালা এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে খবির শেখ মিকশিমিল ও খলশি মৌজায় প্রায় ৬৪ একর জমি বিশিষ্ট একটি খালে মৎস্য চাষ করে আসছে। ওই খালের কিছু অংশ জমি চলতি জরিপে সরকারের নামে ভূলবশত রেকর্ড হওয়ায় তিনি আদালতে দ্বারস্থ হয়ে স্বপক্ষে নিষেধাজ্ঞা প্রাপ্তির পর শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি প্রভাবশালী প্রতিপক্ষ জুলফিকার আলী জুলু, সুজন শেখ, কামরুল, শহিদুল, সুজন, মোকছেদ হাওলাদার, রহমান হাওলাদার, অহেদ হাওলাদার,আবুল, ছালাম, কামরুল সহ অনেকে ওই মামলায় বিবাদী পক্ষ নিয়ে আদালতের আদেশ অমান্য করে গত শুক্রবার সকালে ওই মৎস্য ঘেরে অবৈধ ভাবে প্রবেশ করে রুই,কাতল, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির দেড় লক্ষাধিক টাকার মাছ মেরে নেয়। এ ঘটনায় খবির শেখ বাদি হয়ে ওই দিনই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী প্রতিপক্ষ। তারই জের ধরে ঘটনার রাতে উল্লেখিত প্রতিপক্ষ সহ ১০/১৫ জন ঘটনার রাতে দা, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাথা কেটে রক্তাক্ত জখম ও হাতূড়ি পেটায় গুরুতর আহত হন তিনি। এছাড়া হামলা চালিয়ে বসতঘরও ভাঙচুর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে থানার এসআই আবু বকর বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।