ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে বোরো ধান ক্ষেত বালু দিয়ে ভরাট শিরোনামে সংবাদ প্রকাশের পরেও টনক নড়েনি উপজেলা প্রশাসনের। সংবাদ প্রকাশের পর দিনের কাজ বন্ধ হলেও রাতে চলছে দেদারসে এমন অভিযোগ স্থানীয়দের। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন কোন অবস্থাতেই ধান ক্ষেত বালু দিয়ে ভরাট চলবে না। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নির্দেশ তোয়াক্কা না করে স্থানীয় এক প্রভাবশালী উপজেলা পরিষদের আনসার ভিডিপি অফিসের মাত্র দেড়শত গজ দূরে প্রকাশ্য দিবালোকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের উত্তর পাশে বালু দিয়ে বোরো ধান ক্ষেত ভরাট করতে থাকে। বিষয়টি তুলে ধরে দৈনিক জন্মভূমি সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে স্থানীয় মিজানুর রহমান, আজিজুল ইসলাম, বোরহান গাজী সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন উপজেলা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা, একি দেখার কেউ নেই ? শুনেছি স্থানীয় আনিস বিশ্বাস নামে এক প্রভাবশালী এ কাজ করছে। ওই জমিতে এবছরও বোরো ধান রোপণ করেছেন তিনি। কিন্তু ধানের আবাদ নষ্ট করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী যেখানে বলছেন উৎপাদন বাড়াতে কোথাও এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না সেখানে উপজেলা প্রশাসনের নাকের ডগায় বোরো ধান রোপিত জমি নষ্ট করে বালু ভরাট ! এ নিয়ে তাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন সংবাদ প্রকাশের পর দিনের কাজ এখন রাতে করছেন। এ নিয়ে কথা হয় জমির মালিক আনিস বিশ্বাসের সাথে। তিনি বলেন, আশেপাশে অনেক আবাদি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এটি দেখে আমিও ভরাট করছি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, ধান ক্ষেত কোন অবস্থাতেই বালু ফেলে ভরাট করা চলবে না। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।