ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় সরলা রানী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। সে মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুনিল মন্ডলের মা। ডুমুরিয়া থানা পুলিশ বুধবার বেলা ১১টায় উপজেলার কৈপুকুরিয়া গ্রামস্থ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুরোতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুনিল মন্ডলের মা সরলা রানী মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। এক পর্যায়ে সে গতকাল বুধবার ভোরে নিজের ধরের জানালার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতর মরদেহ উদ্ধার ও লাশের সুরোতহাল রির্পোট শেষে তা মযনাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, তিনি রোগের কারণে আত্নহত্যা করেছেন। আমরা পুলিশের পক্ষ থেকে লাশের সুরোতহাল রির্পোট শেষে মর্গে প্রেরণ করেছি এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।