ডুমুরিয়ায় মজিদিয়া মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত

প্রকাশঃ ২০২৩-০৩-৩০ - ১৩:২৭

ডুমুরিয়া প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সদস্য পদের নির্বাচন থাকলেও আদালতের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়েছে। অসম্পন্ন ভোটার তালিকায় ভোট সম্পন্ন করা হচ্ছে এমন অভিযোগটি আমলে নিয়েছে খুলনা জেলা জজ আদালত। মৌসুমী দাতা সদস্য জুলফিকার আলী ভুট্টোর দায়ের করা মামলায় অভিযোগ করা হয় ১৩ জন দাতা সদস্য’র স্থানে ৪ জন এবং মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়ম নীতি না মেনে মনগড়া অভিযুক্ত ভোটার তালিকায় ভোট সম্পন্ন করা হচ্ছে। এমন অভিযোগ এনে ভোট স্থগিতের আবেদন করেন তিনি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিবাদী এডহক কমিটির সভাপতি মো: নাজমুল হোসেন বিশ্বাস, অধ্যক্ষ জাকির হোসাইন ও প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাসকে কেন অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না মর্মে ৭দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবী বলেন জবাব দাখিল ও শুনানি আদেশ এর পূর্বে ভোট গ্রহণের আইনগত কোন সুযোগ নেই। এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন আদালতের সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।