ডুমুরিয়ায় মন্দিরের গভীর নলকূপ আত্মসাৎ !

প্রকাশঃ ২০১৭-১১-০২ - ০০:২০

ডুমুরিয়া : ডুমুরিয়ার চেচুড়ী সাহাপাড়ার সার্বজনীন পূজা মন্দিরের পক্ষে বরাদ্দকৃত গভীর নলকূপটি আত্মসাতের মাধ্যমে ব্যক্তিগত বাড়িতে স্থাপন করেছে মন্দির কমিটির কোষাধ্যক্ষ। প্রতিবাদ স্বরূপ উক্ত কমিটির বর্তমান সভাপতি পদত্যাগ করেছেন। এলাকাবাসীর সূত্রে ও সভাপতির পদত্যাগ পত্রের বরাতে জানা যায়, ডুমুরিয়া উপজেলার চেচুড়ী গ্রামের সাহা পাড়ায় সার্বজনীন পূজা মন্দিরের এলাকার পূজারীদের দাবীর পক্ষে খুলনা জেলা পরিষদ একটি গভীর নলকূপ বরাদ্দ দেয়। বর্তমান কমিটি উক্ত গভীর নলকূপটি মন্দিরের পক্ষে গ্রহণ করলেও সেটি সম্পাদক ও কোষাধ্যক্ষ যোগসাজগে মন্দিরে স্থাপন না করে কোষাধ্যক্ষ কৃষ্ণচন্দ্রের বাড়িতে গত পনর দিন পূর্বে বসানো হয়। এ খবরের ভিত্তিতে এলাকার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় এবং সাধারণ মানুষের মনে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যার প্রতিবাদ স্বরূপ বর্তমান সভাপতি লিখিতভাবে এ ঘৃন্য কাজের নিন্দা জ্ঞাপন করে কমিটি থেকে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। খুলনা অঞ্চলের এ প্রতিনিধি সরেজমিনে খোজ নিতে গেলে কথা হয় মান্দ্রা গ্রামের জি. এম. সাকিব ইউনূস, মোঃ আকরামুল ইসলাম, চেচুড়ী গ্রামের মোঃ মোবারেক হোসেন গাজী, চেচুড়ী মাদ্রাসার সভাপতি নওশেদ আলম বাহারুল, ধামালিয়া ইউনিয়নের সাবেক সদস্য আজম হাওলাদার ও একই ইউনিয়নের বর্তমান ২নং ওয়ার্ডের সদস্য মশিয়ার সরদারের সাথে। তারা এহেন জঘন্য ঘটনার যথাযথ বিচার ও প্রশাসনিক ব্যবস্থার দাবী করেন। ভুক্তভোগী এলাকাবাসী আরও জানায় মন্দিরের গভীর নলকূপ আত্মসাতের বিচার ও এলাকার পূজারীদের নিরাপদ জলের আশু ব্যবস্থা করার জন্য জেলা পরিষদসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্দির কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণচন্দ্র সাহার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।