ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ’কে ঘিরে অভিযান

প্রকাশঃ ২০২০-০৭-২৩ - ১৭:৩৭

ডুমুরিয়া প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত নানাবিধ কর্মসুচীর মধ্যে বৃহস্পতিবার দিন ব্যাপি অভিযান ও ভ্রাম্যমান আদালত পারিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক ও ডুমুরিয়া থানার এস আই ইমরান হোসেনসহ মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ, চিংড়িতে অপদ্রব্য পুশ ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও সংরক্ষণ করার বিরুদ্ধে এ অভিযান শুরু হয়। এ সময় ডুমুরিয়া বাজারের মাছপট্টির পাশে হাবিবুর রহমানের হার্ডওয়ারের দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার হয়। বিজ্ঞ আদালত মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর (৫) ধারায় অভিযুক্ত হাবিবুর রহমানের নিকট থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে ফেলে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।