ডুমুরিয়ায় যুবলীগের ধান কাটা কর্মসুচীর উদ্বোধন

প্রকাশঃ ২০২১-০৪-২৪ - ১৭:৪০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে অসচ্ছল কৃষকের ধান কাটা কর্মসুচী শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার শোভনা ইউনিয়নের নিমেরশিষা বিলে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য শেখ ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা রাজিউল বারী সৈকত, শোভনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিকাশ মন্ডল, উপজেলা কৃষকলীগ নেতা অরিন্দম মল্লিক, যুবলীগ নেতা অভিজিত সরদার, আবু সাইদ শেখ, মোল্ল্যা জাকির হোসেন, অপূর্ব মল্লিক, আব্দুস সাত্তার সরদার, ইকরামুল শেখ, মোহন মীর, পরিমল চক্রবর্ত্তী প্রমুখ। এ প্রসঙ্গে প্রভাষক গোবিন্দ ঘোষ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগ চেয়রম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনা মতে সারাদেশ ব্যাপি ধান কাটা শুরু হয়েছে। চলমান করোনা পরিস্থিতির মধ্যে অনেক অসচ্ছল কৃষক টাকার অভাবে তার ক্ষেতের ধান কাটতে পারছে না। এছাড়া যে কোন সময়ে আঘাত হানতে পারে প্রাকৃতিক দুর্যোগ। এ সব কারণে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছে। তাই আমরা ডুমুরিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ওই সকল কৃষকদের ধান কেটে দিচ্ছি। যার অংশ হিসেবে আজ শুক্রবারে শোভনা নিমেরশিষা বিলের অচ্ছল কৃষক নিহার রঞ্জন চক্রবর্ত্তী ও পরিতোষ মল্লিকের প্রায় পঞ্চাশ শতাংশ জমির ধান কেটে উদ্বোধন করা হয়। এমনি ভাবে উপজেলার ১৪টি ইউনিয়নে ধান কাটা অব্যাহত থাকবে।