ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শিক্ষকের নিকট থেকে চাঁদাবাজির মামলাটি অবশেষে আপোষনামা’র মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। ৯/৯/২০ তারিখে উভয় পক্ষের সম্মতিতে খুলনা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে আপোষ মিমাংশা হয়।
আপোষনামা সুত্রে জানা গেছে, গত ০২/০৯/২০ তারিখে ডুমুরিয়া থানায় একটি চাঁদাবজি মামলা দায়ের হয় যার নং-০২। মামলার বাদি ছিলেন উপজেলা সদরের হাজিডাঙ্গা গ্রামের শিক্ষক শেখর চন্দ্র মন্ডল। আর বিবাদী ছিলেন এনামুল, পালশ, লিটন গাজী, আসাদ জোয়ার্দার, সোহানসহ অজ্ঞাতনামা ৩/৪জন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুসহ গন্যমন্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় গত ০৯/০৯/২০ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালত খুলনা’তে মামলাটি আপোষনামা’র মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়।