ডুমুরিয়ায় সমবায় দিবস পালিত 

প্রকাশঃ ২০১৭-১১-০৪ - ১৬:১৬

ডুমুরিয়া (খুলনা) : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান ও আড়ম্বর পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উপজেলায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়।  শনিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও রঙ্গিন বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়।  উপজেলা কেন্দ্রীয়  সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি এস,এম মোস্তাকিন বিল্লার সভাপতিত্বে আলোচনা সভায় “ উৎপাদন মুখি  সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”  প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর, সমবায় অফিসার, এফ,এম সেলিম আকতার, ইউ,পি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা উজ্জ্বল কুমার ভট্টাচার্য, সমবায়ী এস,এম গোলাম কুদ্দুস ও  রমেশ চন্দ্র মন্ডল।