ডুমুরিয়ায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০৩-২৩ - ১৩:৩৭

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি থেকে পায়রা উড়িয়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ও শোভারানী হালদারসহ কৃষি দফতরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে প্রধান অতিথি খরিপ১/২২-২৩ মৌসুমে আউশ ধান ও তোষা পাট বীজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চাষাবাদের সহায়তা প্রণোদনের নিমিত্তে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।