ডুমুরিয়ায় ৩ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশঃ ২০২২-০৮-০৬ - ১৮:১৩

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় ৩ কেজি গাজা ও ২টি মটর-সাইকেলসহ বিভাগীয় মাদক সিন্ডিকেটের ৩ সদস্যকে থানা পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাসষ্ট্রান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং-৭।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে ডুমুরিয়া থানা পুলিশের একটি টহল টীম উপজেলার বাসষ্ট্রান্ড এলাকায় অবস্থান করছিল। এরই মধ্যে বার্তা আসে, ২টি মটর সাইকেল যোগে ৩জন যুবক চুকনগর ছেড়ে খুলনার দিকে দ্রুত গতিতে ছুঁটে যাচ্ছে। টহল পুলিশের সদস্যরা এমন বার্তা পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয়ে সমগ্র রাস্তা নিয়ন্ত্রণে নিয়ে সেখানে সতর্ক অবস্থান গড়ে তোলে। কিছুক্ষণের মধ্যে মাদক সিন্ডিকেটের ওই তিন সদস্য মটর সাইকেলসহ সেখানে এসে পড়ে এবং পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালায়। তবে চারদিকে পুলিশ ব্যারিকেড থাকায় তারা ধরা পড়ে। আটক ৩জন হল ফরিদপুরের আলফাডাঙ্গার খুলিয়া এলাকার ওলিউর রহমানের ছেলে সাকিবুর রহমান (৩০), খুলনার টুটপাড়ার বাসিন্দা কিতাব আলী হাওলাদারের ছেলে ডালিম হাওলাদার (২৫) ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এলাকার মৃত শেখ স্বপন হোসেনের ছেলে ওলি-বিন হোসেন দ্বীপ (২৮)। এ সময় তাদের দেহ তল্লাশি করে পিঠে ঝুলানো একটি কালো রং’র ব্যাগের ভিতর থেকে দুই পুটলা গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, ৩কেজি গাজা ও দুটি মটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের বাড়ি খুলনাসহ দেশের অন্যান্য জেলা শহরে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, এরা অনেক বড় মাপের মাদক সিন্ডিকেটের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক সিন্ডিকেটের এ সদস্যদের কাজ ছিল বেনাপোল বন্দর থেকে গাজা নিয়ে খুলনাসহ অন্যান্য জেলায় সাপ্লাই দেয়া। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে যার নং-৭।