ডুমুরিয়ায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

প্রকাশঃ ২০২৩-০৩-২৫ - ১৩:১২

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি। তিনি তার বক্তব্যে বলেন, ডুমুরিয়ার কৃষক এখন সারা দেশের মডেল। আগামীতে স্মার্ট কৃষক হিসেবে পরিচিতি লাভ করবে। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, আরাফাত জামিল, উপ-সহকারী জাহাঙ্গীর হোসেন, তুষার বিশ্বাস, প্রকাশ কুমার রায়, করুনা মন্ডল, কৃষক শেখ মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মেলায় ১২টি স্টল হোল্ডারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।