ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজের জন্মদিন পালিত

প্রকাশঃ ২০২০-১২-২৯ - ১৩:১২

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের জম্মদিন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে উৎসবটি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা প্রভাষক জিএম ফারুব হোসেন, শেখ হেফজুর রহমান, খান আবু বক্কার, খান নজরুল ইসলাম, মোল্ল্যা সোহেল রানা, মাসুদ রানা নান্টু, মেহেদী হাসান বিপ্লব, শিমু আক্তার, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ। এ সময় পরস্পরের মধ্যে মিষ্টি ও কেক বিনিময় করে তরুণ এই আওয়ামী লীগ নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এছাড়াও তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জম্মদিন উৎসব উপলক্ষ্যে তার সাথে কুশল বিনিময় ও অভিনন্দন জানান।