ডুমুরিয়া প্রেসক্লাবে তলবি সভা : ভোট শনিবার

প্রকাশঃ ২০২০-০৬-০৩ - ১৯:২২

সুজিত মল্লিক, ডুমুরিয়া : সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে ডুমুরিয়া প্রেসক্লাবে এক জরুরি তলবি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শেখ মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কাজী আবদুল্লাহ, এস এম জাহাঙ্গীর আলম, ফিরোজ খান, এস এম বিলায়েত হোসেন, শেখ সিরাজুল ইসলাম, সাব্বির খান ডালিম, ইলিয়াজ হুসাইন, অরুন দেবনাথ, জাহিদুর রহমান বিপ্লব, উদয় চক্রবর্ত্তী, এস রফিক, মাহাবুবুর রহমান, সুজিত মল্লিক, আশরাফুল আলম, আব্দুর রশিদ এলিন, এনামুল বাশার টিটো, আব্দুর রশিদ বাচ্চু, আব্দুল মজিদ, বাবুল আক্তার, হাবিবুর রহমান ও আতিয়ার রহমান বদিয়ার। জানা গেছে, ডুমুরিয়া প্রেসক্লাব নিয়ে আদালতে মামলাসহ নানাবিধ কারণে জটিলতা সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে মামলা নিস্পত্তির পর শুরু হয় নির্বাচনী কার্যক্রম। উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার নির্বাচন কনিশনার হিসেবে দায়িত্ব পালনে ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে নির্বাচনের নির্ধারিত দিন শুধু পেছাতে থাকে। এই জটিলতা নিয়ে গতকাল বুধবার সকালে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এক জরুরি তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘোষিত তফসিলে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি পদে শেখ মাহতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম ও দপ্তর সম্পাদক সুজিত মল্লিককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এরপর প্রেসক্লাব নিয়ে আদালতে মামলা দায়ের ও সংগঠন পরিপন্থী কার্যকালাপের অপরাধে এম এ এরশাদের সদস্যপদ সাময়িক ভাবে বহিস্কার করার সিন্ধান্ত হয়। একই সাথে গঠনতন্ত্র অসুসারে প্রেসক্লাবের পৃষ্ট-পোষকের পদটিও বিলুপ্ত করা হয়। সভার সর্বশেষ সিন্ধান্ত হিসেবে আগামী ৬ই জুন প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন এবং সহকারি হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম ও দপ্তর সম্পাদক সুজিত মল্লিক। ওই দিন প্রেসক্লাবের বাকী সাতটি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।