ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যো দিয়ে যথাযোগ্যো মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপোধ্বনীর মধ্যো দিয়ে দিবসটির সুচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী সহকারে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতি সৌধে পু¯প মাল্য অর্পন, ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত কুজকাওয়াজ অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসানের সভা পতিত্ব অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, উপজেলা সহকারি কমিশনার ভুমি মোহাম্মদ নাজমুল হাসান খান, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক সহ অন্যান অতিথিবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। ডুমুরিয়া উপজেলা আ’লীগের উদ্দোগে র্যালী সহকারে স্মৃতিসৌধে পু¯পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির উদ্দোগে র্যালী সহকারে পু¯পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্যদেন সাধারন স¤পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ সহ অন্যান নেতৃবৃন্দ। জাতীয় পার্টির উদ্দোগে র্যালী সহকারে পু¯পমাল্য অর্পন করা হয়। কমিউনিষ্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি সহ অন্যান রাজনৈতিক সংগঠনের উদ্দোগেও যথাযোগ্যো মর্যাদায় দিবসটি পালন করেন। এ ছাড়া থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া যুব সংঘ ক্লাব, চারু বসু স্মৃতি সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠি, সম্মিলিত রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন, মাহেন্দ্র মালিক ও শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গন শিল্পী সং¯হা, আনোয়ারা মৎস্য আড়ৎ, ডুমুরিয়া কলেজ, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়, হাজিডাঙ্গা-খলশী একে মাধ্যমিক বিদ্যালয়, সাজিয়াড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, যশোহর কিন্ডার গার্টেন স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্যো মর্যাদায় উদযাপিত হয়।