ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১৪ জন

প্রকাশঃ ২০২৩-০১-১৯ - ১১:৫৮

ইউনিক ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। তবে, এ সময়ে আক্রান্ত হয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আটজন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। চলতি বছরে এই রোগে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।  বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪১ জন রোগী।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০৯ জন এবং ঢাকার বাইরে ২২৯ জন চিকিৎসা নেন। চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন।