ডেটলাইন ৮ ফেব্রুয়ারি: খুলনায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা

প্রকাশঃ ২০১৮-০২-০৬ - ২১:৩৮

খুলনা : ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ রায়কে কেন্দ্র করে রবিবার থেকেই নগরে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কেএমপি’র মুখপাত্র (এডিসি) মনিরা সুলতানা। এছাড়া নগরে মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরণের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামীকাল ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

কেএমপি’র মুখপাত্র (এডিসি) মনিরা সুলতানা বলেন, এই রায়কে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে, এমন বিষয় মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। জনগণ ও নেতাকর্মীদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তুলনা করা যাবে না। কারণ তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ। পেশাদার এবং জনগণের বন্ধু। সুতরাং জনগণের ক্ষতি হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি বলেন, এ যাবৎ অপরাধ যেই করুক না কেন, তার শাস্তি হয়েছে, আইনের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন সন্ত্রাস, সাধারণ মানুষের জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারী অপরাধীদের ছাড় দেননি, বরং শাস্তি প্রদান নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন সবার জন্য সমান। বর্তমান সরকার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল।

এদিকে গতকাল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির পিপিএম স্বাক্ষরিত এ পত্রে জানানো হয়েছে, খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘিœত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ০৭/০২/১৮ইং তারিখ রাত ১২টা থেকে ০৯/০২/১৮ইং  তারিখ রাত ১২টা পর্যন্ত খুলনা মহানগরী এলাকায় সব ধরণের মিছিল, সভা, সমাবেশ ও সকল প্রকার লাঠি-ছড়ি, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। জননিরাপত্তা নিশ্চিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।