রাজীব চৌধুরী, কেশবপুরঃ
যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য জনাব ইসমাত আর সাদেক, জেলা প্রশাসক যশোর, কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এর প্রচেষ্টায় এবং যশোর বি.আর.টি.এ এর সহযোগীতায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে হয়রানি মুক্ত এবং অবৈধভাবে লেনদেন ছাড়াই মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির কাজ শুরু হয় । প্রথম ধাপে ১৪৮ জন প্রার্থী মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করেন এবং তারা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পান । পূর্ণাঙ্গ লাইসেন্স প্রাপ্তির জন্য ০৬ ই নভেম্বর ২০১৯ ইং বুধবারে কেশবপুরেই লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মৌখিক পরীক্ষা হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এবং ফিল্ড টেস্ট অনুষ্ঠিত হয় কেশবপুর উপজেলা পাবলিক ময়দানে । লিখিত মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষার মাধ্যমে ৬৪ জন প্রার্থী মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জন করে । লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষার সময় উপস্থিত ছিলেন যশোর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ শফিকুল ইসলাম, কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান , ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানযট) প্রশান্ত কুমার দাস, মোটর যান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, সহকারী মোটর যান পরিদর্শক আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ । মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরীক্ষা কেন্দ্র কেশবপুরে হওয়াতে কেশবপুর এবং এর আশ পাশের লোকজনের মোটর সাইকেলের লাইসেন্স প্রাপ্তিতা সহজবোধ্য হয় এবং গ্রাম্য অঞ্চল থেকে শুরু করে শহুরে পর্যায়ের লোকেরা লাইসেন্স নেবার জন্য আকুল হয়ে উঠেছে । তাই জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কমিশনার, স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের নিকট কেশবপুরের মানুষের প্রাণের দাবি এই মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরীক্ষা কেন্দ্র কেশবপুরেই যেন থাকে ।