তাফালবাড়ী বাজারে তিনটি দোকানীকে অর্থদণ্ড  

প্রকাশঃ ২০২৩-০১-২৮ - ১৭:২৫

শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় তাফালবাড়ী বাজারে শুক্রবার সকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় আদালত তিনটি দোকানীকে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট নুরই-আলম সিদ্দিকীর নেতৃত্বে তাফালবাড়ী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি হোটেল রেষ্টুরেন্ট ও একটি বেকারী কারখানাকে ভোক্তা অধিকার আইনে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দন্ডিত দোকানগুলো হচ্ছে মুসলিম ফার্ষ্টফুড, শিপন হোটেল ও আ: মান্নান হাওলাদারের বেকারী কারখানা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার হাট বাজারে নিয়মিতভাবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।