যশোর অফিস : বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সিড়ি ঘর থেকে তাবলিগ জামাতের সদস্য নাসির উদ্দিনের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের কামরুল হাসানের ছেলে।
তাবলিগ জামাতের আমির বাবুল হোসেন বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে সাদীপুর গ্রামের বায়তুন নুর জামে মসজিদে কুমিল্লা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্যের একটি দল আসি। নামাজ কালাম শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের জন্য উঠে দেখি আমাদের সাথী নাসির নিজের মাফলার গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে।
ওই সময় এলাকাবাসীর সহযোগিতায় থানায় খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেনারেল হাসপাতালে নিয়ে যায়।