তালায় দুধে অপদ্রব্য মিশ্রণ করায় এক মাসের জেল ও জরিমানা

প্রকাশঃ ২০২৪-১০-২২ - ১৪:২৬

তালা প্রতিনিধি : তালায় দুধে অপদ্রব্য (ক্যামিকেল) মিশ্রণের অভিযোগে বিপুল কুমার ঘোষ (৩৬) নামের অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করে। সে জেয়ালা গ্রামের মুকুন্দ মোহন ঘোষের পুত্র। এ সময় বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত দুধ ধ্বংস করেছে র‌্যাব-৬ এর একটি দল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামে। জানা গেছে, রবিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়ায় র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল ও সাতক্ষীরা সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জের সমন্বয়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় অবৈধভাবে দুধে অপদ্রব্য (ক্যামিকেল) মিশ্রণ করা অবস্থায় ধরা পড়ে বিপুল কুমার ঘোষ। এ সময় ভ্রাম্যমান আদালত বিপুল কুমার ঘোষকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় একটি মামলা করা হয়। এ সময়ে ৩০০ কেজি অপদ্রব্য মিশ্রিত দুধ ধ্বংস করা হয় এবং দুধে মিশ্রণ করার কাজে ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তালা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শরীফ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।