তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৪-০৯-৩০ - ১৫:৫৩

তালা প্রতিনিধি : সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে বে-সরকারী সংস্থা মুক্তি ফাউন্ডেশনের প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। রেমালে ক্ষতিগ্রস্ত বিএমজেডপিটি উপকারভোগিদের সহায়তার জন্য এডিএইচ- মাল্টিজার ইন্টারন্যাশনাল এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। মুক্তি ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ্বাস, কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার প্রমুুখ। এ সময় তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিষ্ণু পদ মন্ডল, ভূমিজ ফউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ উপিস্থিত ছিলেন।