তালায় অভিযোগ দিয়ে বাড়িতে ফেরার পর পিতা-মাতাকে মারপিট!

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১৩:০৭

তালা প্রতিনিধি : তালায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে বাড়িতে ফেরার পর পিতা-মাতাকে মারপিট করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিতা প্রাথমিক চিকিৎসা ও মাতা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার বিকালে তালা উপজেলার আলাদীপুর গ্রামের ইউসুফ আলী শেখের মেঝ ছেলে রবিউল ইসলাম তার পিতা ও মাতাকে মারপিট করে বাড়ি হতে বের করে দেয়।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম আমার মেঝ ছেলে অনুমানিক এক বছর ব্যাংক হতে লোন করানোর জন্য আমার পৈত্রিক ১০ শতক জমি তার নামে লিখে দিতে বলে। ইউসুফ আলী তার পুত্রের কথায়ে বিশ্বাস করে তার নামে ১০ শতক জমি লিখে দিতে সম্মতি প্রদান করেন। কিন্তু রবিউল ইসলাম তার পিতার মানসিক ও বয়সজনিত অবস্থার কথা মাথায় রেখে কৌশলে বিভিন্ন দাগের ৭৩ শতক জমি লিখে নেন। এই বিষয় জানাজানি হলে রবিউল ইসলামের মাতা-অসুস্থ পিতা তাকে জমি ফিরিয়ে দিতে বললে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে রবিউল তার বড় ভাই এসকে কামরুল ইসলামের ক্রয়কৃত জমির উপর নির্মিত ২তলা বাড়ি হতে পিতা মাতাকে বের হয়ে যেতে বলেন। এমতঅবস্থা থেকে মুক্তি পেতে ইউসুফ আলী শেখ বাদী হয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করে বাড়ি ফিরলে মেঝ ছেলে রবিউল প্রথমে তার পিতাকে মারপিট করতে থাকে পরে তার মাতা ঠেকাতে গেলে তাকে বেধড়ক মারপিট করে বাড়ি হতে বের করে দেয়।

এ বিষয়ে পিতা ইউসুফ আলী বলেন, আমার মানসিক অবস্থা ঠিক না থাকার সুযোগ কাজে লাগিয়ে মেঝ ছেলে রবিউল ইসলাম ১০ শতক জমি লিখে নেওয়ার কথা বলে ৭৩শতক জমি লিখে নিয়েছে। এখন মেঝ ছেলে আমাকে ও আমার স্ত্রীকে বাড়ি হতে বের করে দিচ্ছেন। আমরা নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করায় মেঝ ছেলে আমাদের মারপিট করলো।

রবিউল ইসলামের মাতা বলেন, আমার মেঝ ছেলে আমাদের কাছ হতে ৭৩ শতক জমি লিখে নিয়ে এখন আমাদের মারপিট করছে। তার আঘাতে আমার দুটি দাঁত ভেঙে গেছে। অভিযোগের বিষয়ে রবিউল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

তালার জাতপুর ক্যাম্পের ইনচার্জ এস আই অশোক কুমার বলেন, এমন একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।