তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মো. বজলুর রহমান গাজী (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃত. সরফুদ্দীন গাজীর ছেলে ও তালা বাজারের খেয়াঘাট মোড়ের একজন মুদি ব্যবসায়ী। শুক্রবার (২৬ জুন) ভোর রাতে নিজ বাড়িতেই তিনি মারা যান।
নিহত ব্যক্তির স্বজনরা জানান, মুদি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন আমের ব্যবসা করতো বজলুর রহমান। বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তালা হাসপাতালে নমুনাও দিয়ে আসেন। শুক্রবার ভোররাতেই নিজ বাড়িতে হঠাৎ করে তিনি মারা যান।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে বলে জানান তিনি।