তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৩:৩০

তালা প্রতিনিধি : নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বৃহস্পতিবার সকালে তালা উপ-শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন প্রচেষ্টার ঋণ সমন্বয়কারী গোলাম আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো: নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান। এ সময় সমন্বিত কৃষি ইউনিট, কৈশোর কর্মসূচি, প্রসপারিটির কর্মকর্তাবৃন্দসহ ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জন মিলে মোট ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।