তালা অফিস : সাতক্ষীরার তালায় তিন গাজা ব্যবসায়ীকে ছয় মাস পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন গতকাল শনিবার সকালে এ আদেশ দেন।
প্রাপ্ত সূত্র জানায়,তালা থানা পুলিশ শনিবার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনাকালে জেঠুয়া গ্রামে আফছার গাজী ছেলে কবীর গাজী (৩৫) ও সাজ্জাত কারিগর ছেলে শফিক কারিগর (৩৫) কে দুইশত গ্রাম গাজাসহ আটক করে ।
অন্যদিকে তালা সদর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা কালে তালা বাজার থেকে মোঃ সিরাজ বিশ্বাসের স্ত্রী আমেনা বেগম (৫০) কে দুইশত গ্রাম গাজাসহ আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন ছয় মাস পাঁচ দিন বিনাশ্রম কারদন্ড প্রদান করে।
অপরদিকে তালা উপজেলা হাজরাকাটি গ্রামে মৃত হাজের আলী সানা ছেলে নাশকতা মামলার আসামী মোঃ ওয়াদুদ সানা(৩৫)কে আটক করে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান নিশ্চিত করেছেন।