তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার হাজরাকাটি গ্রামে দুধের ছানা তৈরির কারখানায় অপরিষ্কার থাকায় ভ্রাম্যমান আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) খন্দকার রবিউল ইসলাম এ জরিমানা আদায় করেন। জানাযায়, উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল মজিদের দুধের ছানা তৈরির কারখানায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের ছানা তৈরি প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শরীফ মোঃ আব্দুল মতিন।