সেলিম হায়দার, তালা, সাতক্ষীরাঃ সাতক্ষীরা তালায় পুর্নবাসিত ভিক্ষুকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুর্নবাসিত ভিক্ষুকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মাঝে ১০ কেজি করে চাল ও সেমাই বিতরণ করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ’র উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের নির্দেশনা মোতাবেক তালা উপজেলা প্রশাসন উক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুদরত-ই-খুদা,জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা প্রেসক্লাবের আহবায়ক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন,নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানসহ সমাজসেবক,সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজি প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেীণ-পেশার নেতৃবৃন্দ ও পুর্নবাসিত ভিক্ষুকরা উপস্থিত ছিলেন।