তালায় বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা

প্রকাশঃ ২০২৩-০৩-২৩ - ১২:৫৪

তালা প্রতিনিধি : বুধবার সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতি, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গে¬াবাল এফায়ার্স কানাডা’র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায়, উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের বাস্তবায়নে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: রুহুল কুদ্দুস। ওয়ার্ল্ড ভিশনের পাবলিক হেলথ কোঅর্ডিনেটর রায়হান কবীরের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, তাপস সরকার, উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল, প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল প্রমুখ।