তালা প্রতিনিধি : তালা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপ-শহরে বিক্ষোভ মিছিল শেষে তালা বাজার তিন রাস্তামোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খাতুন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আওয়ামীলীগ নেতা এমএম ফজলুল হক, পিএম গোলাম মোস্তফা, মীর জাকির হোসেন, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, আজিজুর রহমান রাজু, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে নাশকতা প্রতিরোধে যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মটর সাইকেল মহড়া বের হয়। উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের ১২টি ইউনিয়ন আহবায়ক ও যুগ্ন-আহবায়ক সহ সকল নেতা কর্মী ২ শতাধিক মটরসাইকেল মহড়া দেয়।