তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসতঘর নির্মানের পর এবার তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধিনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংকসহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরনের সুযোগ পাচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতীতে সম্পন্ন হচ্ছে। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধীনে জমিসহ বসতঘর প্রদান করেছেন। সেখানে বাসবাসকারী পরিবারগুরো যাতে সুপেয় পানি পান করতে পারে এজন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের অধিনে পরিবার প্রতি ১টি করে ৩ হাজার লিটার ধারন ক্ষমতার পানির ট্যাংক স্থাপন করে দেয়া হচ্ছে। উপজেলার অন্য এলাকায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় বর্তমানে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ৪২টি পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। তিনি আরো জানান, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প অনুযায়ী পানি ট্যাংক স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে হবে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। কাজের যাবতীয় উপকরণের গুনগত মান ঠিক রেখে কাজ করার জন্য ঠিকাদরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, চলমান এ প্রকল্পের কাজ ঠিকমতো চলছে। আমি বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি।