সেলিম হায়দার, সাতক্ষীরা : তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপ-শহরে শোক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তালা হাসপাতালের আরএমও ডাঃ রাজিব সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান এবং জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।