সেলিম হায়দার, তালা : সাতক্ষীরার তালার সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট’র (পিআইবি) তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ১২ মার্চ সোমবার থেকে শুরু হয়েছে। বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন,তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান,উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম,পার্লামেন্ট জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল ভদ্র,পার্লামেন্ট নিউজের সম্পাদক শাকিলা রুমা,রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী,পিআইবির প্রতিবেদক(অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন। সমগ্র অনুষ্ঠনটির সঞ্চালনা করেন তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন তালা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। কর্মশালায় তালা উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। ১২ মার্চ থেকে ১৪ মার্চ তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় সংবাদের সংগা,বৈশিষ্ঠ্য ও উপাদান,সংবাদ মূল্য ও সংবাদ চেতনা,সংবাদ সূচনা থেকে শুরু করে শিরোনাম,কাঠামো,সংবাদ সংগ্রহের কৌশল ও অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য সংগ্রহের কৌশল নিয়ে বিশদ আলোচনা ও তা প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে ব্যাপকভাবে মূল্যায়ন করা হয়।